eBGS-gurujee

Online classes by Md.Kazal Mia

Follow us on Facebook

Words For Life
Showing posts with label বাংলাদেশের ইতিহাস. Show all posts
Showing posts with label বাংলাদেশের ইতিহাস. Show all posts

Saturday, January 27, 2018

January 27, 2018

পাকিস্তান আমল (১৯৪৭-১৯৭১)

১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারত বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় যথা ভারত ও পাকিস্তান। মুসলিম আধিক্যের ভিত্তিতে পাকিস্তানের সীমানা চিহ্নিত করা হয় যার ফলে পাকিস্তানের মানচিত্রে দুটি পৃথক অঞ্চল অনিবার্য হয়ে ওঠে যার একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান গঠিত হয়েছিল প্রধানত পূর্ব বাংলা নিয়ে যা বর্তমানের বাংলাদেশ।
পূর্ব পাস্তিানের ইতিহাস মূলত: পশ্চিম পাকিস্তানীদ শাসকদের হাতে নিগ্রহ ও শোষণের ইতিহাস যার অন্য পিঠে ছিল ১৯৫৮ থেকে ১৯৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত সামরিক শাসন।১৯৫০ খ্রীস্টাব্দে ভূমি সংস্কারের অধীনে জমিদার ব্যবস্থা রদ করা হয়।কিন্তু পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ও জনসংখ্যাগত গুরুত্ব সত্ত্বেও পাকিস্তান সরকার ও সেনাবাহিনী পশ্চিম পাকিস্তানীদের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। ১৯৫২ খ্রীস্টাব্দের ভাষা আন্দোলন পাকিস্তানের দুই অংশের মধ্যে সংঘাতের প্রথম লক্ষণ হিসাবে প্রকাশ পায়। পরবর্তী দশক জুড়ে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে নেয়া নানা পদক্ষেপে পূর্ব পাকিস্তানে সাধারণ মানুষের মনে বিক্ষোভ দানা বাঁধতে থাকে।
পাকিস্তানী প্রভাব ও স্বৈর দৃষ্টিভঙ্গীর বিরূদ্ধে প্রথম পদক্ষেপ ছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা। ১৯৪৯ খ্রিস্টাব্দে এই দলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৪ খ্রিস্টাব্দের যুক্তফ্রন্ট নিবার্চনে বিজয় এবং ১৯৬৫ খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট নির্বাচনে পাকিস্তানের সামরিক প্রশাসক জেনারেল আইয়ুব খানকে পরাজিত করার লক্ষ্য নিয়ে সম্মিলিত বিরোধী দল বা 'কপ'-প্রতিষ্ঠা ছিল পাকিস্তানী সামরিক শাসনের বিরূদ্ধে পূর্ব পাকিস্তানী রাজনীতিবিদদের নেতৃত্বমূলক আন্দলোনের মাইলফলক। পূর্ব পাকিস্তানের স্বাধিকারের প্রশ্ন ১৯৫০-এর মধ্যভাগ থেকে উচ্চারিত হতে থাকে।



Friday, January 26, 2018

January 26, 2018

ঔপনিবেশিক শাসন

এক দেশের মানুষ অন্য দেশের ওপর শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করলে তাকে ঔপনিবেশিক শাসন বলে।
সাধারণত কোনো বিদেশি শক্তি কোনো দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করলেই তাকে ঔপনিবেশিক শাসন বলা যায় না, ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না। তারা জানে একদিন তাদের এই শাসন গুটিয়ে নিজ দেশে ফিরে যেতে হবে। তবে যত দিন শাসক হিসেবে থাকবে তত দিন সেই দেশের ধন-সম্পদ নিজ দেশে পাচার করবে। তারপর যখন তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে বা অন্য কোনো কারণে অন্যের দেশ শাসন করা আর সুবিধাজনক মনে হবে না, তখন ফিরে যাবে নিজ দেশে। এভাবে অন্য কোনো দেশের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠাকে ঔপনিবেশিক শাসন বলে।
বাংলায় ইউরোপীয় ব্যবসায়ীদের আগমন ঘটে পঞ্চদশ শতকের শেষভাগ থেকে। ধীরে ধীরে তাদের প্রভাব বাড়তে থাকে। ১৭৫৭ খ্রীস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলার শাসনক্ষমতা দখল করে । ১৮৫৭ খ্রীস্টাব্দের সিপাহী বিপ্লবের পর কোম্পানির হাত থেকে বাংলার শাসনভার ব্রিটিশ সাম্রাজ্যের সরাসরি নিয়ন্ত্রণে আসে। ব্রিটিশ রাজার নিয়ন্ত্রণাধীন একজন ভাইসরয় প্রশাসন পরিচালনা করতেন।ঔপনিবেশিক শাসনামলে ভারতীয় উপমহাদেশে অনেকবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এর মধ্যে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত ১৭৭০ খ্রীস্টাব্দের দুর্ভিক্ষে আনুমানিক ৩০ লাখ লোক মারা যায়।
১৯০৫ হতে ১৯১১ খ্রীস্টাব্দ পর্যন্ত বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে একটি নতুন প্রদেশ গঠিত হয়েছিল, যার রাজধানী ছিল ঢাকায়।তবে কলকাতা-কেন্দ্রিক রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের চরম বিরোধিতার ফলে বঙ্গভঙ্গ রদ হয়ে যায় ১৯১১ সালে। ভারতীয় উপমহাদেশের দেশভাগের সময় ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে আবার বাংলা প্রদেশটিকে ভাগ করা হয়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়। ১৯৫৪ সালে পূর্ববঙ্গের নাম পাল্‌টে পূর্ব পাকিস্তান করা হয়।

Wednesday, January 24, 2018

January 24, 2018

পাকিস্তান আমল (১৯৪৭-৭১) (Short Questions)

1.        পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
2.        পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
3.       পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
4.        পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী কে হন?
5.       পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?
6.       পাকিস্তানে গন পরিষদের প্রথম অধিবেশন কবে বসে?           
7.        বাংলাদেশ কত বছর পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল?
8.       বাংলাদেশ আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
   9.     আওয়ামী লীগের প্রথম সভাপতি কে হন?              
10.     আইয়ুব খানের সহচর পূর্ব পাকিস্তানে দীর্ঘকালীন গর্ভনর কে ছিলেন?               
11.      নূরুল আমিনের মুখ্যমন্ত্রীত্বের মেয়াদকাল কত?
12.     যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?                                                                      
13.    যুক্তফ্রন্ট মন্ত্রীসভা কবে কার নেতৃত্বে গঠিত হয়?
question mark
14.     যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষনা করা হয় কবে?
15.     ,কে, ফজলুল হকের পর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন কে?
16.     আতাউর রহমান কবে মুখ্যমন্ত্রী হন?
17.     কবে পাকিস্তান গণ পরিষদ বাতিল করা হয়?
18.    পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে গ্রহীত হয়?       
19.     পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে কার্যকর হয়?
20.    পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয়?             
21.     শহীদ সোহওয়ার্দি কবে পকিস্তানের প্রধানমন্ত্রি হন?
22.     মালিক ফিরোজ খান নুন কবে প্রধানমন্ত্রি হন?
23.    পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়?
24.     গভর্নর , কে ফজলুল হক কবে আতাউর রহমান মন্ত্রিসভা বরখাস্ত করেন?       
25.    পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রের কে, কবে বাতিল করেন?      
26.    পাকিস্তানে প্রথম কে কবে সামরিক আইন জারী করে?          
27.     আইয়ুব খান কবে ইস্কান্দার মির্জার স্থলাভিসিক্ত হন?        
28.    মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুর খান কবে প্রেসিডেন্ট নির্বাচিত হন?     
29.     ১৯৬১ সালে পূর্ব পাকিস্তানের গর্ভনর কে ছিলেন?
30.   পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষনা দেন কে, কবে?                      
31.    ১৯৫৪ সালের পরে কবে প্রাদেশিক নির্বাচন হয়?   
32.    ১৯৬২ সালের নির্বাচনের পরে পূর্ব পাকিস্তানের আইনপরিষদের স্পীকার কে ছিলেন?         
33.   ১৯৬২ সালের পর কবে প্রাদেশিক নির্বাচন হয়?
34.    কোন নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিপক্ষে ফাতেমা জিন্নাহ দাড়িয়ে ছিলেন?
35.   প্রথম পাক-ভারত যুদ্ধ কবে শুরু হয়?  
36.  প্রথম পাক-ভারতের যুদ্ধের কারণ কি?
   Answers