eBGS-gurujee

Online classes by Md.Kazal Mia

Follow us on Facebook

Words For Life
Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts
Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts

Wednesday, February 14, 2018

February 14, 2018

সাধারণ জ্ঞান - ০৬


বাংলাদেশের শ্রেষ্ঠতম যারা
১) শ্রেষ্ঠতম কবি কে?
উওর- কাজী নজরুল ইসলাম
২) শ্রেষ্ঠ পরিচালক কে?
উওর- জহির রায়হান
৩) শ্রেষ্ঠ দাবাড়ু কে?
উওর- নিয়াজ মোর্শেদ
৪) মহিলা দাবাড়ু কে?
উওর- রানী হামিদ
৫) শ্রেষ্ঠ বিজ্ঞানী কে?
উওর- ডা. কুদরত - ই- খুদা
৬) শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?
উওর- জয়নুল আবেদীন
৭) শ্রেষ্ঠ পল্লী কবি কে?
উওর- জসিম উদ্দীন
৮) শ্রেষ্ঠ অভিনেতা কে?
উওর- নায়ক রাজ রাজ্জাক
৯) শ্রেষ্ঠ ভাষাবিদ কে?
উওর- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
১০) শ্রেষ্ঠ স্থপতি কে?
উওর- ফজলুর রহমান খান

Thursday, February 8, 2018

February 08, 2018

সাধারণ জ্ঞান-০৫


১।বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি?
-ঃজাপান।
২।পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?
-ঃমান্দারিন।
৩।বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
-ঃরাঙামাটি।
৪।নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
-ঃ৬.১৫ কিলোমিটার।
৫।বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
-ঃসিয়েরা লিওন।
৬।২৫ শে মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি?
-ঃঅপারেশন সার্চলাইট।
৭।গণহত্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি?
-ঃGenocide.
৮।চীনের সাথে কয়টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে?
-ঃ১৪টি।
৯।ইস্তাম্বুল শহরটি কোন দুটি মহাদেশে অবস্থিত?
-ঃএশিয়া ও ইউরোপ।

১০।যমুনা নদীর পূর্ব নাম কী?-ঃজোনাই নদী

Wednesday, January 31, 2018

January 31, 2018

সাধারণ জ্ঞান-০৪

১।নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত?
>বান্দরবান।
২।সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়?
>পাগ-মার্ক।
৩।কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
>তুলাগাছ।
৪।পারমাণবিক বোমা আবিষ্কার করেন কে?
>ওপেন হেইমার।
৫।মমতাজমহলের আসল নাম কি?
>আরজুমান্দ বানু।
৬।বিড়াল থেকে কোন রোগ ছড়ায়?
>ডিপথেরিয়া।
৭।শাপলা ফুলে ইংরেজি নাম কি?
>Water-lily।
৮।বুকার কোন দেশের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার?
>বৃটেন।
৯।মানব শরীরের কোন অংশে পানির পরিমাণ বেশি?
>রক্তে।
১০।ধ্বনি প্রধান ছন্দ বলা হয়?
>মাত্রাবৃত্ত।

Sunday, January 28, 2018

January 28, 2018

সাধারণ জ্ঞান-০৩(পূর্ণরূপ)

>>গুরুত্বপূর্ণ কিছু পূর্ণরূপঃ
-------------------------------------
১।GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format.
২।BMP এর পূর্ণরূপ — Bitmap.
৩।JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group.
৪।PNG এর পূর্ণরূপ — Portable Network.
৫।Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
৬।HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৭।HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৮।URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৯।IP এর পূর্ণরূপ— Internet Protocol.
১০।VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
১১।UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২।RTS এর পূর্ণরূপ — Real Time Streaming.
১৩।AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave.
১৪।SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File.
১৫।AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec.
১৬।JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor.
১৭।JAR এর পূর্ণরূপ — Java Archive.
১৮।MP3 এর পূর্ণরূপ — MPEG player lll.
১৯।3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project.
২০।3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project.
২১।MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file.
২২।SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
২৩।3G এর পূর্ণরূপ — 3rd Generation.
২৪।GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
২৫।CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
২৬।AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding.
২৭।SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash.
২৮।WMV এর পূর্ণরূপ — Windows Media Video.
২৯।WMA এর পূর্ণরূপ — Windows Media Audio.
৩০।WAV এর পূর্ণরূপ — Waveform Audio



January 28, 2018

সাধারণ জ্ঞান-০২

1.পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
=নবাবগজ্ঞ
2.বুড়িগঙ্গা কোন নদীর শাখা?
=ধলেশ্বরী
3.যমুনা নদীর পূর্ব নাম কী?
=জোনাই নদী
4.বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কী?
=দোলাই নদী
5.রূপসি নদীর সাথে ভৈরব নদী কোথায় মিলিত হয়েছে?
=খুলনায়
6.উৎপত্তিস্থলে মেঘনার নাম কী?
=বরাক নদী
7.মেঘনা নদীর উৎপত্তি স্থান কোথায়?
=লুসাই পাহাড়ে
8.ভারত কোন নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে?
=গঙ্গা
9.জোয়ার ভাটা হয়না কোন নদীতে?
=গোমতি
10.গোমতি নদীকে কি বলা হয়?
=কুমিল্লার দুঃখ


Friday, January 26, 2018

January 26, 2018

সাধারণ জ্ঞান-০১


১। আদর্শ খাদ্য বলা হয় কাকে ?

উত্তরঃ- দুধকে।
.
২। ডিমের সাদা অংশে কি প্রোটিন থাকে?
উত্তরঃ- অ্যালবুমিন।
.
৩। নেশা সামগ্রী ‘আফিমের’ মূল উত্স কী.?
উত্তরঃ- পপি।
.
৪। ভিটামিন ‘ই’ কোন কাজে সহায়তা করে?
উত্তরঃ- প্রজননে।
.
৫। জন্ডিস হচ্ছে মূলত কিসের রোগ.?
উত্তরঃ- লিভারের বা যকৃতের রোগ।
.
৬।কচু শাক কেন বিখ্যাত.?
উত্তরঃ- আয়রনের জন্য ।
.
৭। মানুষের শ্রাব্যতার সীমা কত?
উত্তরঃ- 20Hz- 20000Hz
.
৮। লোহিত রক্তকনিকার আয়ুকাল কত দিন?
উত্তরঃ- ১২০ দিন।
.
৯। তেঁতুলে কোন এসিড থাকে?
উত্তরঃ- টারটারিক এসিড।
.
১০। ইবোলা ভাইরাস এর উৎপত্তিস্থল
কোথায়?
উত্তরঃ- কঙ্গো।
.
১১। পাকস্থলিতে খাদ্য পরিপাক করে কোন
এসিড?
উত্তরঃ- হাউড্রোক্লোরিক এসিড(HCl)
.
১২। মানুষের লালারসে কোন এনজাইমটি
থাকে?
উত্তরঃ- টায়ালিন।
.
১৩। সর্দি হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তরঃ- ভিটামিন ‘সি’।
.
১৪। ভিটামিন ‘এ’ সবচেয়ে বেশি পাওয়া যায়
কিসে?
উত্তরঃ- গাজরে।
.
১৫। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তরঃ- অক্সিজেন পরিবহন করা।
.
১৬। অক্সিন কি?
উত্তরঃ-এক প্রকার হরমোন।
.
১৭। ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত
কী দেখেন?
উত্তরঃ- ধমনির স্পন্দন।
.
১৮। ‘ষ্ট্রোক’- আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর
কারণ হতে পারে-এটি কী?
উত্তরঃ- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত
প্রবাহে বাধা।
.
১৯। মানুষের রক্তের pH কত?
উত্তরঃ- ৭.৪
.
২০। অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক
নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
উত্তরঃ- ইনসুলিন।